• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অরফানেজ মামলায় হাইকোর্টের রায় স্থগিত চেয়ে খালেদা জিয়ার আপিল

প্রকাশ:  ১৯ নভেম্বর ২০১৮, ১৩:৪১ | আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৪:০২
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের সাজা স্থগিত ও জামিন চেয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তার আইনজীবীরা সোমবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।

খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩০ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে বিচারিক আদালত পাঁচ বছর কারাদণ্ড দিলেও সাজা বাড়াতে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে জারি করা রুল যথাযথ ঘোষণা করে সাজা বাড়িয়ে ১০ বছর করেন। এদিন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন।

জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা দায়ের করে দুদক। এতে এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা অনুদানের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

মামলায় ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। রায় প্রদানকালে নিম্ন আদালত বলেন, মামলায় তারেক রহমানসহ বাকি পাঁচ আসামিকে ১০ বছর সাজা দিলেও মুখ্য আসামিকে কম দণ্ড দেওয়া হয়েছে তার বয়স ও সামাজিক মর্যাদার কথা বিবেচনা করে। রায়ের পর থেকেই কারাবন্দি রয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী।

/এসএম

খালেদা,জিয়া অরফানেজ ট্রাস্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close