• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আয়কর মেলা, ছয় দিনে রাজস্ব আদায় ১ হাজার ৮৯৯ কোটি টাকা

প্রকাশ:  ১৯ নভেম্বর ২০১৮, ০৩:৩০ | আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ০৩:৩৫
নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ‘আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ’ স্লোগানকে সামনে রেখে সারাদেশে একা যোগে ১৭৩টি স্থানে অনুষ্ঠিত হয়েছে আয়কর মেলা ২০১৮। মেলায় ছয় দিনে ১ হাজার ৮৯৯ কোটি ৩৯ লাখ টাকার রাজস্ব আদায় করেছে এনবিআর।

রোববার (১৮ নভেম্বর) মেলার ৬ষ্ঠ দিনে আয় হয়েছে ৩৪১ কোটি ২৯ লাখ টাকা। দিনটিতে নতুন করে করের আওতায় এসেছেন সাত হাজার মানুষ। আর রিটার্ন দিয়েছেন প্রায় ৭০ হাজার করদাতা। সব মিলিয়ে সেবা নিয়েছেন দুই লাখ ২৭ হাজার জন।

সম্পর্কিত খবর

    এদিকে, মেলার ৬ষ্ঠ দিনে রাজস্ব এসেছে এক হাজার ৮৯৯ কোটি ৩৯ লাখ ১৬ হাজার টাকা। পূর্বের বছরের তুলনায় প্রবৃদ্ধি ৬ দশমিক শূন্য ৪ শতাংশ। এখন পর্যন্ত ই-টিআইএন নিয়েছেন ৩২ হাজার করদাতা। রিটার্ন দিয়েছেন চার লাখ ১২ হাজার ১৯৬ জন। সব মিলিয়ে কর সংক্রান্ত সেবা নিয়েছেন ১৩ লাখ ৭৫ হাজার ৯৩৯ জন।

    ওএফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close