• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সরকারি হলো আরও ৪ মাধ্যমিক বিদ্যালয়

প্রকাশ:  ১৮ নভেম্বর ২০১৮, ১৭:১৫ | আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৭:১৭
নিজস্ব প্রতিবেদক

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আরও ৪টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণের ঘোষণা দিয়েছে।

রবিবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিকও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রন্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে আর ২৯৬টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। এ নিয়ে বর্তমান সরকারের মেয়াদকালে মোট ৩০০টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হলো।

সরকারি হওয়া বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়, নাটোরের লালপুর উপজেলার করিমপুর উচ্চ বিদ্যালয়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাকেরগঞ্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু করে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ৩২৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হবে।

/এসএফ

শিক্ষা মন্ত্রণালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close