• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার সাত বছরের দণ্ডের বিরুদ্ধে আপিল

প্রকাশ:  ১৮ নভেম্বর ২০১৮, ১৬:০৬ | আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৬:২১
নিজস্ব প্রতিবেদক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাত বছরের দণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়েছে ।

রোববার (১৮ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার নওশাদ জমির।

সম্পর্কিত খবর

    গত ২৯ অক্টোবর পুরনো কেন্দ্রীয় কারাগারের স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত–৫ এর বিচারক মো. আখতারুজ্জামান খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।

    মামলায় দণ্ডপ্রাপ্ত অপর তিনজন হলেন- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

    আদালত সূত্রে জানা যায়, এ সপ্তাহেই হাইকোর্টের যেকোনো বেঞ্চে আপিল আবেদনটি শুনানির জন্য উত্থাপন হতে পারে।

    এনই/

    জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close