• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এবার শাহজালালে ৮৬৮ কেজি ‘খাট’ আটক

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০১৮, ২০:৪৭
নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ৮৬৮ কেজি নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস (এনপিএস) তথা ‘খাট’ নামে পরিচিত মাদক জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ নভেম্বর) সকালে বিমানবন্দরের ফরেন পোস্ট অফিস থেকে এই মাদক জব্দ করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিম টিম এবং জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সদস্যরা। এটি সাম্প্রতিক শাহজালাল বিমানবন্দর থেকে জব্দকৃত সপ্তম চালান।

ঢাকা কাস্টম হাউসের ডিসি অথেলা চৌধুরী জানান, গ্রিন টি’র মতো দেখতে মাদকগুলো এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ইথিওপিয়া থেকে ৪৯টি কার্টনে ঢাকায় আসে।

পণ্যগুলোর রপ্তানীকারক প্রতিষ্ঠান হলো- তেসফায়ে আসিফা, আদ্দিস আবাবা, ইথিওপিয়া। আর আমদানীকারক প্রতিষ্ঠান হলো- এশা এন্টারপ্রাইজ, হাউস নং-২৮, রোড-২, ব্লক-বি, বাদলদী, তুরাগ, ঢাকা-১২৩০। পণ্যচালানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

/এসএফ

'খাট',শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close