• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাস থেকে বাবাকে ফেলে মেয়েকে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০১৮, ১২:৪৯ | আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১২:৫৭
সাভার প্রতিনিধি

আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে মারধর করে ফেলে দিয়ে মেয়েকে অপহরণের পর হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মোহা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়। মামলা দায়েরের পর মামলার তদন্তভার গত ১১ নভেম্বর পিবিআইকে হস্তান্তরের নির্দেশনা দেয় পুলিশ সদর দফতর। এরপর থেকে চাঞ্চল্যকর ঘটনাটির তদন্ত করে আসছিল পিবিআই।

উল্লেখ্য, শুক্রবার (৯ নভেম্বর) রাতে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের মরাগাঙ্গ এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম জরিনা খাতুন। তিনি সিরাজগঞ্জের চৌহালী থানার খাস কাওলীয়া গ্রামের আকবর আলীর মেয়ে। ওইদিন দুপুরে তার বাবা আকবর আলী (৭০)কে নিয়ে আশুলিয়ার জামগড়া এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে যান।

পুলিশ জানায়, সকালে তারা দুজন আশুলিয়ার গাজিরচট এলাকায় তার নাতনীর বাসায় বেড়াতে আসেন। সন্ধ্যায় সিরাজগঞ্জ নিজ বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে আশুলিয়ার ইউনিক থেকে টাঙ্গাইলগামী বাসে উঠেন বাবা ও মেয়ে। তবে বাসটি টাঙ্গাইল না গিয়ে কয়েক ঘন্টা বিভিন্ন স্থান ঘুরে আবার আশুলিয়ার দিকে চলে আসে। পরে বাসটি আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় পৌছালে নিহতের বাবাকে মারধর করে মোবাইল ফোন টাকাপয়সা ছিনিয়ে নিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেয় দুর্বৃত্তরা।

এসময় আহত অবস্থায় স্থানীয়দের সহযোগীতায় নিহতের বাবা টহল পুলিশকে ঘটনাটি জানালে তারা প্রায় দুই কিলোমিটার সামনে গিয়ে মহাসড়কের পাশ থেকে মেয়ে জরিনা বেগমের মরদেহ দেখতে পায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

/পি.এস

সাভার,বাস থেকে বাবাকে ফেলে মেয়েকে হত্যা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close