• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

যে দুই কারণে বিশ্ব ইজতেমা স্থগিত

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০১৮, ১৬:৩৯ | আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৭:৪২
নিজস্ব প্রতিবেদক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও তাবলিগ জামাতের দুই পক্ষের দ্বন্দ্বের কারণে টঙ্গীর তুরাগ নদীর তীরের বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে তাবলিগ জামাতের দুই পক্ষের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

    পরে ধর্মসচিব মো. আনিছুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এছাড়া দুই পক্ষের বিদ্যমান দ্বন্দ্ব নিরসনে তাবলিগ জামাত ও সরকারের একটি প্রতিনিধি দল ভারত সফরে যাবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    প্রসঙ্গত, ভারতের তাবলিগের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি অনুসারীরা গত বছর বিশ্ব ইজতেমার পর ২০১৯ সালের বিশ্ব ইজতেমার জন্য ১১, ১২ ও ১৩ জানুয়ারি তারিখ নির্ধারণ করেন।

    অন্যদিকে, সাদবিরোধীরা ও হেফাজতপন্থী কওমি আলেমদের নিয়ে গত ২৮ জুলাই অনুষ্ঠিত এক সমাবেশে জানুয়ারির ১৮, ১৯ ও ২০ ইজতেমার তারিখ নির্ধারণ করে। একই সঙ্গে দুই পক্ষই পৃথক তারিখে জেলাভিত্তিক জমায়েতের তারিখ নির্ধারণ করেছিল। আর এই জমায়েতকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

    ওএফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close