• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পল্টনে সংঘর্ষ, বিএনপির ৩৮ নেতাকর্মী রিমান্ডে

প্রকাশ:  ১৫ নভেম্বর ২০১৮, ২১:০৯ | আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২১:২৪
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মনোনয়ন নেয়াকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা তিনটি মামলায় বিএনপির ৩৮ নেতাকর্মীর পাঁচ দিনের রিমান্ড, ২৭ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ৬৫ জনকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য পৃথক তিন মামলায় তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী ৩৮ জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকী ২৭ জনের রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

৩৮ জনের মধ্যে তরিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আবু বক্কর সিদ্দিক ও হেলাল উদ্দিনসহ পাঁচজন বিভিন্ন জেলা থেকে ঢাকায় মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন। আর বাকি আসামিরা বিএনপির সমর্থক বলে জাগো নিউজকে জানিয়েছেন বিএনপি সহ আইন বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন মেজবাহ।

উল্লেখ্য, দলীয় মনোনয়নপত্র সংগ্রহের মধ্যেই বুধবার (১৪ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশের একটি পিকআপ ভ্যানসহ দুটি গাড়ি জ্বালিয়ে দেয়া হয়।

/এসএফ

নয়াপল্টন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close