• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ছাড়া পেলেন বেবী নাজনীন, গ্রেফতার নিপুণ রায়

প্রকাশ:  ১৫ নভেম্বর ২০১৮, ২১:০৭ | আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২১:২৩
নিজস্ব প্রতিবেদক

নয়া পল্টনে সংঘর্ষের মামলায় ব্লাক ডায়মন্ড খ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে গ্রেফতারের পর ছেড়ে দিয়েছে পুলিশ। অপরদিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী এখনও গ্রেফতার রয়েছেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় এলাকা থেকে বেবী নাজনীন ও নিপুণ রায়কে গ্রেফতার করা হয়।

জানা গেছে, বেবী নাজনীন ও নিপুণ রায় চৌধুরী একই গাড়িতে করে বাসায় ফিরছিলেন। নাইটিঙ্গেল মোড়ে পৌঁছালে তাদের গ্রেফতার করে পুলিশ।

এদিকে মামলা সূত্রে জানা যায়, পল্টনে নাশকতা ঘটনায় একটি মামলার ১২ নম্বর আসামি নিপুণ রায় চৌধুরী। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে।

প্রসঙ্গত, বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের ২১ জন, ২ জন আনসার ও বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এছাড়া কার্যালয়ের পাশে থাকা পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এ ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। তিন মামলায় আসামি করা হয়েছে ৪৮৮ জনকে ও গ্রেফতার করা হয়েছে ৬৮ জন।

/রবিউল

বেবী নাজনীন,নিপুণ রায়,ডিএমপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close