• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে বিএনপি: শেখ হাসিনা

প্রকাশ:  ১৫ নভেম্বর ২০১৮, ২০:০৬
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৪ সালে বিএনপি অগ্নিসন্ত্রাস করেছিল, ২০১৫ সালে অগ্নিসন্ত্রাস করেছে, আবার ঠিক সেই অগ্নিসন্ত্রাস শুরু করল। মানে অগ্নিসন্ত্রাস ছাড়া, মানুষকে আগুন দিয়ে পোড়ানো ছাড়া বিএনপি কোনও কাজ পারে না।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভার শুরুতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি যেকোনো সন্ত্রাসী কার্যক্রম রুখে দিতে জনগণকে সোচ্চার থাকতেও আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, তারা নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। এ চক্রান্ত তারা ২০১৪ সালে করেছে কিন্তু সফলতা পায়নি, আগামীতেও পাবে না কারণ জনগণ আমাদের সাথে রয়েছে।

শেখ হাসিনা বলেন, জনগণ চায় নির্বাচনে ভোট দিয়ে তাদের মনের মতো সরকার গঠন করতে। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের যে উন্নয়ন করেছে তাতে আমরা আশাবাদী আগামীতে জনগণ আবারও আওয়ামী লীগকে জনগণের ভোটে নির্বাচিত হবে।

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুরের সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জনগণ যখন উৎসবমুখর হয় তখনতো বিএনপির খুব খারাপ লাগে। তারা সেই উৎসবে পানি ঢালে। সেটাই কালকে আমরা দেখলাম। কোনো কথা নেই বার্তা নেই। সেখানে বিএনপির এক নেতা তার মিছিল নিয়ে এলো। যেটা মিছিল নিয়ে আসার কথা না। তারপরও নিয়ে এসে সেখানে মারপিট করলো।পুলিশের তিনটা গাড়িও পোড়ালো।

/রবিউল

শেখ হাসিনা,বিএনপি,বাংলাদেশ আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close