• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ড. ফরাসউদ্দিনকে সম্মান জানিয়ে সরে দাঁড়ালেন অনেক মনোনয়নপ্রত্যাশী

প্রকাশ:  ১৪ নভেম্বর ২০১৮, ১৪:২২
হবিগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনকে সম্মান জানিয়ে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামী লীগের অনেক মনোনয়নপ্রত্যাশী মনোনয়নপত্র কেনেননি। এ নিয়ে জেলার সর্বত্র আলোচনা হচ্ছে।

এ আসনে মাঠে কাজ করা অনেক নেতাকর্মী সরে দাঁড়িয়েছেন তাদের মধ্যে অন্যতম হলো, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসিম

জাকির হোসেন বলেন, ড. ফরাসউদ্দিনের মতো লোক এমপি হলে শুধু আমার এলাকার উন্নয়নই হবে না, তাঁর মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে। তাই একজন বরেণ্য এবং জ্ঞানী ব্যক্তিকে সম্মান দেখাতে আমি মনোনয়নপত্র কিনিনি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব, ক্রীড়া উপকমিটির সদস্য ও শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আব্দুল হাইয়ের সন্তান আরিফুল হাই রাজীব দীর্ঘদিন ধরে মনোনয়ন পেতে কাজ করে আসছেন। ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও খেলাধুলার আয়োজনের মাধ্যমে তিনি জনগণের কাছে যান।

তিনি বলেন, আমরা রাজনীতি করি জনগণের সেবা করতে। কিন্তু আমার থেকে যার বেশি সেবা করার সুযোগ পাবে তাকেই জনপ্রতিনিধি নির্বাচিত করা উচিত। ফরাসউদ্দিনের মতো ব্যক্তিকে সম্মান দেখাতেই মনোনয়নপত্র ক্রয় করিনি।

ড. ফরাসউদ্দিন বলেন, আমার প্রতি সম্মান দেখিয়ে যারা মনোনয়নপত্র কিনেননি তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। আবার অনেকেই মনোনয়নপত্র ক্রয় এবং জমা দিলেও আমি মনোনয়ন পেলে আমার পক্ষে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু তা-ই নয়, চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা আমার সঙ্গে যোগাযোগ করে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

/পি.এস

হবিগঞ্জ,ড. ফরাসউদ্দিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close