• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দু'দিনে বিএনপির মনোনয়নপত্র বিক্রি ৩ হাজর ২২২

প্রকাশ:  ১৪ নভেম্বর ২০১৮, ০১:০৪ | আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ০১:১৪
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিছিল-স্লোগান ও উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার দ্বিতীয় দিনের মত মনোনয়নপত্র বিক্রি করেছে দলটি। এদিকে সোম-মঙ্গলবার এ দুই দিনে ৩ হাজার ২২২টি মনোনয়নপত্র বিক্রি করতে সক্ষম হয় সংগঠনটি।

মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো দেশের বিভিন্ন নির্বাচনী আসন থেকে সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। কেউ ব্যান্ড বাজিয়ে, ঘোড়ার গাড়ি নিয়ে আবার অনেকে মিছিল নিয়ে আসে কেন্দ্রীয় কার্যালয়ে। নেতা-কর্মীদের পদচারণায় সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল ১০টার আগেই কার্যালয়ের সামনের সড়কের একদিকে নাইটেঙ্গেল মোড় অন্যদিকে ফকিরাপুলের মোড় পর্যন্ত নেতাকর্মীদের ভিড়ে জনসমুদ্রে রূপ নেয়। এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তিসহ নানা স্লোগান দেন।

সম্পর্কিত খবর

    দ্বিতীয় দিনে মঙ্গলবার ৫টা পর্যন্ত আট বিভাগে মোট ১৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বলে জানিয়েছেন বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। এর আগে সোমবার প্রথম দিনে আট বিভাগে মোট ১৮৯৬টি মনোনয়ন ফরম বিক্রি করে বিএনপি।

    তিনি জানান, সকাল ১০টার দিকে ৬টি বুথে দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শুরু হয়। দু’দিনে মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩২২২টি। ফরমের মূল্য ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। জমা দিতে লাগবে ২৫ হাজার টাকা। মনোনয়ন ফরম কেনা ও জমার সময় ১৬ নভেম্বর পর্যন্ত।

    ওএফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close