• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আবারও ইনজুরির কবলে তামিম

প্রকাশ:  ১৩ নভেম্বর ২০১৮, ২১:১১
স্পোর্টস ডেস্ক

আবারও ইনজুরি কবলে পড়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। বাঁহাতের ইনজুরির পুনর্বাসনের অংশ হিসেবে ধীরে ধীরে অনুশীলন চালিয়ে যাওয়া তামিম যথারীতি অনুশীলন করছিলেন মঙ্গলবারও (১৩ নভেম্বর)। কিন্তু একাডেমি মাঠে অনুশীলনের সময় সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েন তিনি।

ঘরের মাঠে অনুষ্ঠেয় উইন্ডিজ সিরিজ দিয়েই মাঠে ফেরার কথা ছিল টাইগার ওপেনার তামিম ইকবালের। আগামী ২২ নভেম্বর থেকে টেস্ট দিয়ে শুরু হবে এই সিরিজ। প্রথম টেস্টেই তামিমের খেলার ব্যাপারে আশাবাদী ছিল ক্রিকেট বোর্ড।

এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন ডান হাতে ইনজুরি নিয়ে। আর সেখানে গিয়ে নতুন করে ইনজুরিতে পড়েন তিনি। বাম হাতের কব্জিতে চিড় ধরে। টুর্নামেন্ট শুরু হতে না হতেই ফিরতে হয় দেশে।

বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, ব্যাটিং অনুশীলনের সময় সাইড স্টেইনের ইনজুরিতে পড়েছেন তামিম। পাঁজরে ব্যথা রয়েছে। আমরা আল্ট্রাসনো করেছি এবং তাকে ৪৮ ঘণ্টার বিশ্রাম দিয়েছি। যদি ৪৮ ঘণ্টার মধ্যে তামিম কোনো ব্যথা অনুভব না করেন তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবেন। কিন্তু ব্যথা হলে এক্সরে করতে হবে।

/অ-ভি

টাইগার,ওপেনার,তামিম ইকবাল,ইনজুরি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close