• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দ্বিতীয়দিনের মতো বিএনপির মনোনয়ন ফরম বিক্রি চলছে

প্রকাশ:  ১৩ নভেম্বর ২০১৮, ১১:২৯
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

দ্বিতীয়দিনের মতো বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। সকাল থেকেই সারাদেশের প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন কিনতে এসেছেন। মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে মিছিল-স্লোগানে সরগরম দলটির কার্যালয়।

বিএনপির মনোনয়ন ফরমের মূল্য ধার্য করা হয়েছে ৫ হাজার টাকা এবং ফরম জমা দেওয়ার সময় জমা দিতে হবে ২৫ হাজার টাকা।

এর আগে সোমবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মনোনয়ন ফরম কেনার মাধ্যমে ফরম বিক্রি শুরু হয়। এই ফরম বিক্রি চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ফরম বিক্রি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রথম দিনে বিএনপির এক হাজার ৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

প্রত্যেক বিভাগের প্রার্থীদের সুবিধার জন্যে আলাদা আলাদা বুথের ব্যবস্থা করে বিএনপি। এ ছাড়া মনোনয়ন প্রত্যাশীদের ব্যক্তিগত বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন ইত্যাদি বিল দ্রুত পরিশোধ করতে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়া যাবে।

রোববার (১১ নভেম্বর) পৃথক সংবাদ সম্মেলন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট।

/এসএম

বিএনপি,মনোনয়ন ফরম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close