• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

যে বিশ্বরেকর্ডের একমাত্র মালিক এখন মুশফিক

প্রকাশ:  ১২ নভেম্বর ২০১৮, ১৫:৩৯ | আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৬:২০
স্পোর্টস ডেস্ক

দারুণ এক বিশ্বরেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম। তিনি বিশ্বের প্রথম উইকেটকিপার- ব্যাটসম্যান হিসেবে টেস্টে দুইবার দ্বিশতক করার কীর্তি গড়েছেন।

উইকেটকিপার- ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি রয়েছে কুমার সাঙ্গাকারা, অ্যাডাম গিলক্রিস্ট, মহেন্দ্র সিং ধোনিসহ সব কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটসম্যাদের। তবে দুইবার করে নেই কারও।

এর আগে ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ রান করেন মুশফিক। যা ছিল দেশের টেস্ট ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি।

এছাড়া দেশের হয়েও অনন্য নজির গড়েছেন মুশফিক। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে দুইবার ডাবল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছেন তিনি। টাইগারদের হয়ে ক্রিকেটের আদি ফরম্যাটে দ্বিশতক আছে কেবল দুজনের-সাকিব আল হাসান ও তামিম ইকবালের।

/রবিউল

মুশফিকুর রহিম,কুমার সাঙ্গাকারা,মহেন্দ্র সিং ধোনি,তামিম ইকবাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close