• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

উদ্বোধনী দিনে জাতীয় পার্টির মনোনয়নপত্র বিক্রি ৫৫৩

প্রকাশ:  ১২ নভেম্বর ২০১৮, ০২:০১
নিজস্ব প্রতিবেদক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে লাঙল প্রতীক নিয়েই লড়বে জাতীয় পার্টি (জাপা)। সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে রোববার (১১ নভেম্বর)। তবে উদ্বোধনী দিনে ৫৫৩টি মনোনয়নপত্র বিক্রি করেছে সংগঠনটি।

রোববার (১১ নভেম্বর) বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

সম্পর্কিত খবর

    জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির অংশগ্রহণে নির্বাচন উৎসবমূখর হবে। আশা করছি, নির্বাচনে এমন পরিবেশ সৃষ্টি হবে, যাতে নির্বাচনের পরিবেশ এবং ফলাফল নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবে না।

    জাতীয় পার্টির মহাজোটের সঙ্গে নির্বাচন করা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে দু’একদিনের মধ্যেই ঘোষণা দেওয়া হবে। রাজনীতির আকাশের অন্ধকার কেটে যাচ্ছে। সামনে সুন্দর আলোয়ে ঝলমলে দিনের প্রত্যাশা আমাদের।–যোগ করেন রুহুল আমিন হাওলাদার।

    এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার, আবদুস সবুর আসুদ, আবদুর রশীদ সরকার, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল করিম ভূইয়া, ভাইস চেয়ারম্যান আলমগীর শিকদার লোটন, নুরুল ইসলাম নুরু, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, শফিকুল ইসলাম মধু, সম্পাদক মন্ডলীর সদস্য হেলাল উদ্দিন, সুলতান মাহমুদ, এমএ রাজ্জাক খান, গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

    ওএফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close