• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কারাগারে কেমন আছেন মইনুল?

প্রকাশ:  ১১ নভেম্বর ২০১৮, ০২:২৮
রংপুর প্রতিনিধি

মানহানির মামলায় গ্রেপ্তার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেন বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগার রয়েছেন। কিন্তু তিনি কারাগারে কেমন আছেন?

সর্বশেষ খবর অনুযায়ী শনিবার তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার এক্সরে, ইসিজি, রক্ত ও ইউরিনসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরপরে আবার তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

এসব পরীক্ষা নিরীক্ষার পরে মেডিকেল বোর্ড জানিয়েছে, তিনি এখন সুস্থ আছেন। তবে পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট হাতে এলে বিস্তারিত জানা যাবে।

জানা গেছে, মইনুল হোসেন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছেন। এসব রোগের কারণে প্রতিদিন সকালে ২০ ধরনের ওষুধ সেবন করতে হয় তাকে।

এদিকে মেডিক্যাল বোর্ডের প্রধান দেবেন্দ্রনাথ সরকার ব্যারিস্টার মইনুলের ভালো আছেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

উল্লেখ্য. ৩ নভেম্বর জামিন আবেদন শুনানির জন্য ঢাকা থেকে রংপুর কারাগারে আনা হয় মইনুল হোসেনকে। পরে ৪ নভেম্বর তাকে আদালতে হাজির করে জামিন আবেদন জানালে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ২২ নভেম্বর পর্যন্ত তাকে রংপুর কারাগারে থাকতে হবে বলে জানায় কারা কর্তৃপক্ষ।

/রবিউল

মইনুল হোসেন,রংপুর কেন্দ্রীয় কারাগার,রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close