• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রোববার থেকে জাতীয় পার্টির মনোনয়নপত্র বিক্রি শুরু

প্রকাশ:  ১০ নভেম্বর ২০১৮, ২১:৪৬ | আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২১:৫০
নিজস্ব প্রতিবেদক

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র আগামী রোববার (১১ নভেম্বর) থেকে বিতরণ শুরু করবে জাতীয় পার্টি।

শনিবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রোববার বেলা ১১টায় গুলশানের ইমানুয়েল অডিটোরিয়ামে মনোনয়নপত্র বিক্রি শুরু হবে।

জানা যায়, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ মনোনয়নপত্র ক্রয়ের মাধ্যমে এর সূচনা করবেন। পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশার, কো-চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর (রোববার)। পর দিন গতকাল শুক্রবার থেকে আওয়ামী লীগ মনোনয়নপত্র বিক্রি শুরু করে।

/এসএফ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন,মনোনয়নপত্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close