• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হাসপাতাল থেকে ফের কারাগারে ব্যারিস্টার মইনুল

প্রকাশ:  ১০ নভেম্বর ২০১৮, ১১:০৪ | আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১১:২০
রংপুর প্রতিনিধি

মানহানি মামলায় গ্রেফতার ব্যারিস্টার মইনুল হোসেনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়।

শনিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর কারাগার থেকে রমেক হাসপাতালে নেওয়া হয় তাকে।

তবে স্বাস্থ্য পরীক্ষা শেষে ব্যারিস্টার মইনুলকে পুনরায় রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রমেক হাসপাতালের পরিচালক ডা. অজয় রায় জানান, ব্যারিস্টার মইনুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার হার্ট, ডায়াবেটিক, কিডনি, লিভারসহ বেশ কটি পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে এলে বলা যাবে তিনি কোন ধরনের রোগে আক্রান্ত হয়েছেন।

রংপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার রত্মা রায় বলেন, ব্যারিস্টার মইনুলের স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে পুনরায় কারাগারে নিয়ে আসা হয়েছে। নিয়ম অনুযায়ী যে যে সুযোগ সুবিধা পাওয়া উচিত তার সবই তাকে দেওয়া হচ্ছে।

উল্লেখ্, গত ১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলের টক'শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল হোসেন। এ ঘটনায় রংপুরের মানবাধিকারকর্মী মিলি মায়া বাদী হয়ে গত ২২ অক্টোবর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানি মামলা করেন।

মামলাটি আমলে নিয়ে ওইদিন গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা। ফলে ওইদিন রাতেই ঢাকায় গ্রেফতার হন ব্যারিস্টার মইনুল।

/পি.এস

রংপুর,ব্যারিস্টার মইনুল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close