• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দশবার জেলে গিয়েছি, আর ভয় করি না: রব

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০১৮, ১৭:১৭
রাজশাহী প্রতিনিধি
ফাইল ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও ঐক্যফ্রন্টের নেতা আ স ম আব্দুর রব বলেছেন, আমি দশবার জেলে গিয়েছি। আর জেলের ভয় করি না।

শুক্রবার (৯ নভেম্বর) বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রব বলেন, আমি এই রাজশাহী কারাগারে বন্দি ছিলাম। এই রাজশাহী শাহ মখদুমের রাজশাহী সবাই মিলে একসাথে স্লোগান দিতে হবে খালেদার মুক্তি চাই, দিয়ে দাও দিতে হবে।

তিনি বলেন, সংবিধানের জন্য দেশ না, দেশের জন্য সংবিধান। এত কিসের আইন শেখান? যখন তত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছেন তখন সংবিধানে তা ছিলো?

ঐক্যফ্রন্ট নেতা বলেন, হিন্দু, সাঁওতাল মেরেছেন। আর কত মারবেন? দেখে যান, জেগেছে মানুষ মাদ্রাসা মাঠে।

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি চাই। আসেন, এই আন্দোলনকে গ্রামেগঞ্জে ছড়িয়ে দিতে হবে। আকাশ বাতাস কাঁপিয়ে দিতে হবে।

সরকারের উদ্দেশে আ স ম আব্দুর রব বলেন, নির্বাচন না পেছালে নির্বাচন হতে দেওয়া হবে না।

/একে

আ স ম আব্দুর রব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close