• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিকেলে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানা পাচ্ছে বাংলাদেশ

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০১৮, ১৬:০৩ | আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৬:০৮
নিজস্ব প্রতিবেদক

ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া স্পেসের কাছ থেকে আজ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মালিকানা সম্পূর্ণভাবে গ্রহণ করবে বাংলাদেশ। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটিড (বিসিএসসিএল) এ তথ্য জানায়।

শুক্রবার (৯ নভেম্বর) বিকাল ৫টায় এ মালিকানা হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার স্যাটেলাইট হস্তান্তর নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, বিসিএসসিএল বোর্ডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ অন্যান্য সদস্য।

প্রসঙ্গত, চলতি বছরের ১১ মে বঙ্গবন্ধু স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর এটি কক্ষপথে ১১৯ দশমিক ১ ডিগ্রিতে পৌঁছায়।

উৎক্ষেপণের পর থেকে স্যাটেলাইটটি নানা সফলতার মুখ দেখিয়েছে। এর মাধ্যমে চলতি বছরের সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাফ চাম্পিয়নশিপ সরাসরি সম্প্রচার করা হয় এবং দুবাইতে এশিয়া কাপ ক্রিকেটের সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন।

/রবিউল

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১,মোস্তাফা জব্বার,বিসিএসসিএল,সাফ চাম্পিয়নশিপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close