• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

৩০০ আসনে রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তা যারা

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০১৮, ১৫:৫১ | আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৬:০৬
নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফিসিল ঘোষণার পর আজ ৩০০ আসনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে দেখা যায়, রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের নিয়োগ করা হয়েছে।

সম্পর্কিত খবর

    সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় সরকারের জেলা কালেক্টরেট অফিসের উপ-পরিচালক, অরিতিক্ত জেলা প্রশাসক (এলএ), থানা নির্বাচন অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ), অতিরিক্ত জেলা প্রশাসকসহ (রাজস্ব) অন্যান্য সরকারি কর্মকর্তারা।

    উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা জাতির উদ্দেশ্যে তফিসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ৪৫ দিন পর আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের দিন রাখা হয়েছে; প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর।

    সর্ম্পূণ তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

    একাদশ জাতীয় সংসদ নির্বাচন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close