• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিকেলে মুখোমুখি বাংলাদেশ-মিয়ানমার

প্রকাশ:  ০৮ নভেম্বর ২০১৮, ১৪:০৪ | আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৪:৪২
স্পোর্টস ডেস্ক

টোকিও অলিম্পিক গেমসের বাছাইপর্বের প্রথম রাউন্ডে শক্ত প্রতিপক্ষ মিয়ানমারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের কিশোরীরা। গত বছরের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলো বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রায় ২০ মাস পর আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছে সাবিনা খাতুনরা। ইয়াঙ্গুনের থুয়ুন্না স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় খেলা শুরু হবে।

বাছাই পর্বের ‘সি’ গ্রুপে আছে বাংলাদেশ। এই গ্রুপে মিয়ানমার ছাড়াও বাংলাদেশের সাথে আছে ভারত ও নেপাল। উদ্বোধনী ম্যাচেই শক্ত প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। শক্তি ও সামর্থ্যের দিক দিয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে মিয়ানমার। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে আছে দলটি। অন্য দিকে দীর্ঘ দিন কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলার কারণে র‌্যাঙ্কিংয়ে নেই বাংলাদেশ।

এর আগে মিয়ানমারের বিপক্ষে খেলেনি কৃষ্ণা, মারিয়া,সাবিনারা। কোচ গোলাম রব্বানী ছোটনও টুর্নামেন্টটিকে অভিজ্ঞতা অর্জন হিসেবে দেখছেন, আমরা সেখানে অভিজ্ঞতা অর্জনের জন্য যাচ্ছি। তবে বাছাইপর্বকে অভিজ্ঞতা অর্জনের এক বছর ধরে মেয়েরা অনুশীলনে আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভালো খেলার জন্য। প্রতিপক্ষ সবাই শক্তিশালী দল। আমাদের দলটি তারুণ্য নির্ভর। তাই অনেক কিছু শেখার আছে তাদের।

এদিকে মিয়ানমারকে শক্ত প্রতিপক্ষ মানলেও অধিনায়ক সাবিনা খাতুন নিজেদের সেরাটা দিয়ে লড়াই করার কথা জানিয়েছেন।

/এস কে

বাংলাদেশ,মিয়ানমার,ফুটবল,নারী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close