• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত, অস্ত্রসহ মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশ:  ০৮ নভেম্বর ২০১৮, ১০:১৯ | আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১০:২৩
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ আবুল বাসার পাপ্পু নামের একজন নিহত হয়েছে। নিহত আবুল বাসার পাপ্পু সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের বজলুর রহমানের ছেলে।

বুধবার (৭ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার উজলপুর মাঠে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

    পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার উজলপুর মাঠে একদল মাদক ব্যবসায়ী সীমান্ত থেকে মাদকদ্রব্য নিয়ে যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। একসময় মাদকব্যাবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায় ও গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে আবুল বাসার পাপ্পুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ৪টি তাজা বোমা, দেশিয় অস্ত্র, গুলি ও এক বস্তা মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। নিহত পাপ্পুর বিরুদ্ধে হত্যাসহ মাদকদ্রব্য আইনে অর্ধডজন মামলা রয়েছে।

    ওএফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close