• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

১/১১-এর ৬১৫ কোটি টাকা ফেরতের আদেশ স্থগিত

প্রকাশ:  ০৬ নভেম্বর ২০১৮, ১৩:৩৯
নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি বেঞ্চ ১/১১ সরকারের সময় বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা ৬১৫ কোটি টাকা ফেরত দেওয়া সংক্রান্ত আদেশ স্থগিত করেছেন।

মঙ্গলবার (৬ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

প্রসঙ্গত, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ১১টি প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে নেয়া ৬১৫ কোটি ৫৫ লাখ টাকা আদায় করা হয়। বাংলাদেশ ব্যাংকের করা আপিলের ভিত্তিকে হাইকোর্টের আপিল বিভাগ এ অর্থ ফেরতের আদেশ বহাল রেখেছিলেন। তবে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ বাংলাদেশ ব্যাংকের করা আপিল খারিজ করে দিয়েছিলেন।

/রবিউল

সুপ্রিম কোর্ট,আপিল বিভাগ,১/১১,বাংলাদেশ ব্যাংক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close