• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফের জামিন আবেদন আলোকচিত্রী শহিদুল আলমের

প্রকাশ:  ০৬ নভেম্বর ২০১৮, ১২:৪৮
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার আলোকচিত্রী শহিদুল আলম ফের জামিন চেয়ে আরেকটি হাইকোর্ট বেঞ্চে আবেদন করেছেন।

মঙ্গলবার (৬ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীরা এ আবেদন করেন।

সম্পর্কিত খবর

    এর আগে গত ১ নভেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শহিদুল আলমের জামিন আবেদন হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেন।

    পরে শহিদুল আলমের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন জানিয়েছিলেন, তারা হাইকোর্টের আরেকটি বেঞ্চে পুনরায় জামিন আবেদন করবেন।

    গত ৭ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় জামিন আবেদন করলে আলোকচিত্রী ড. শহিদুল আলমকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এরপর এ মামলায় তার জামিন বিষয়ে হাইকোর্টে রুল শুনানি হয়। শুনানিকালে সড়ক আন্দোলন নিয়ে আল জাজিরা টেলিভিশনকে দেওয়া শহিদুল আলমের সাক্ষাৎকার ও লাইভ ভিডিওগুলো দেখাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন আদালত। এরই পরিপ্রেক্ষিতে ভিডিও ফুটেজগুলো প্রজেক্টরের মাধ্যমে আদালতে প্রদর্শিত হয়। এরপর হাইকোর্ট শহিদুল আলমের জামিন আবেদন আদালতের কার্যতালিকা থেকে বাদ দেন।

    নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানির অভিযোগে শহিদুল আলমের বিরুদ্ধে গত আগস্ট মাসে তথ্য প্রযুক্তি আইনে মামলা করে পুলিশ। ওই মামলার গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে আছেন।

    /এসএম

    আলোকচিত্রী শহিদুল আলম
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close