• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রোববার একনেকে পাস হবে ৪০ প্রকল্প

প্রকাশ:  ০৪ নভেম্বর ২০১৮, ০২:৫৯
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে রোববার (৪ নভেম্বর) বিকেলে ডাকা হয়েছে একনেক সভা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। সভা শেষে ব্রিফিং করবেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল।

একনেকের এদিনের সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে ৪০ প্রকল্প। যার ব্যয় হবে ৬০ হাজার কোটি টাকার বেশি। চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের এক তৃতীয়াংশ।

এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আহম বলেন, এই প্রকল্পগুলো দরকারি। শেষ সময়ে এসে প্রকল্প বেশি পাস হলে তো সমস্যার কিছু দেখছি না। আমরা সবখানে উন্নয়ন নিশ্চিত করতে চাই বলেই এসব প্রকল্প হাতে নিয়েছি।

/রবিউল

এনইসি সম্মেলন কেন্দ্র,আহম মুস্তফা কামাল,একনেক,শেখ হাসিনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close