• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সংলাপে একটাই কথা, কত আসন দেবেন: এরশাদ

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০১৮, ২০:২৬
জামালপুর প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি সংলাপে যাবে কোন শর্ত ছাড়াই। তবে আমাদের একটাই দাবি আমরা কত আসন পাবো। বেশী আসন পেলে আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে । এসময় উপস্থিত জনতাকে লাঙ্গলে ভোট দেয়ার আহবান জানান তিনি।

শনিবার (৩ নভেম্বর) বিকেলে জামালপুরের ইসলামপুরে উপজেলা গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

এরশাদ আরো বলেন, ঐক্যফ্রন্ট সংলাপে গিয়েছিল অনেকগুলো দাবি নিয়ে। তাদের একটি দাবিও সরকার পুরণ করেনি। ফলে তারা সংলাপে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমাদের কোন শর্ত নেই। আমরা দেখবো ক্ষমতায় যাবার মতো আসন আমরা পাব কিনা। আপনারা লাঙলে ভোট দিলে আগামীতে জাতীয় পার্টি সরকার গঠন করবে।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে এখন দুটি দল। একটি আ.লীগ আরেকটি জাতীয় পার্টি। এছাড়া দেশে কোন রাজনৈতিক শক্তি নাই। তবে আমরাও চাই সবদলের অংশ গ্রহণে গ্রহণযোগ্য সুষ্ঠ নির্বাচন। যাতে জনগণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে।

ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, মেজর(অবঃ) মোহাম্মদ আখতার, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ইকবাল এহসান প্রমুখ।

এর আগে বিকাল পৌনে ৩টায় হেলিকপ্টার যোগে এরশাদ গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। জনসভা শেষে বিকাল সাড়ে ৪টায় ঢাকায় ফিরে যান।

/পি.এস

জামালপুর,এরশাদ,সংলাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close