• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

‘সংলাপে সংবিধানের বাইরে আলোচনা নয়’

প্রকাশ:  ৩১ অক্টোবর ২০১৮, ১৯:১০
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংলাপে সংবিধানের বাইরে কোনো আলোচনা করে লাভ হবে না। আর সংবিধানের বাইরে কোনো প্রস্তাব আওয়ামী লীগ ও ১৪ দল মেনে নেবে না ।

বুধবার (৩১ অক্টোবর) রাজধানীর মতিঝিলে টিঅ্যান্ডটি কলোনি মাঠে ১৪ দল আয়োজিত সমাবেশে এ সব কথা বলেন তিনি। এই সমাবেশে সভাপতিত্ব করেন দলের অন্যতম শরীক ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।

সম্পর্কিত খবর

    মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনা উদার বলেই মিথ্যাচার করা সত্ত্বেও সংলাপে সাড়া দিয়েছেন। সংলাপ হবে, তবে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সংবিধানের বাইরে যাওয়া যাবে না। নির্বাচনের সময় সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এর কোনো বিকল্প নেই। সংলাপে আলোচনা করেন তবে সংবিধানের বাইরে কোনো আলোচনা করে লাভ হবে না। আওয়ামী লীগ ও ১৪ দল সংবিধানের বাইরে কোনো প্রস্তাব মেনে নেবে না, মেনে নেওয়ার প্রশ্নই আসে না।

    জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, আপনি সম্মানিত ব্যক্তি। বঙ্গবন্ধু আপনাকে মন্ত্রী, এমপি বানিয়েছিলেন। আপনি খুনিদের সঙ্গে হাত মিলিয়েছেন। তারপরও বলি আপনি সংবিধানের বাইরে যাবেন না, ওদের কথায় সংবিধানের বাইরে যাবেন না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আপনারা নির্বাচনে আসুন। নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে দেশের জনগণ মেনে নেবে না।

    /এসএফ

    স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close