• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

১৮ নভেম্বর মঈনুলকে ভোলার আদালতে হাজিরের নির্দেশ

প্রকাশ:  ৩১ অক্টোবর ২০১৮, ১৬:২১ | আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১৬:২৩
ভোলা প্রতিনিধি

নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির অভিযোগে ব্যারিস্টার মঈনুল হোসেনকে আগামী ১৮ নভেম্বর স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ভোলার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শরিফ মো. ছানাউল হক।

বুধবার (৩১ অক্টোবর) দুপুরে ভোলার জেলা আদালত এ রায় প্রদান করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সোয়েব হোসেন মামুন মামলার বিবরণ উল্লেখ্য করে জানান, গত ১৬ অক্টোবর ৭১ টিভির একাত্তর জার্নাল নামে একটি টক শো-তে প্রখ্যাত সাংবাদিক মাসুদা ভাট্টিকে অবমাননা করে বক্তব্য দেন ব্যারিস্টার মইনুল হোসেন। যার মাধ্যমে নারীদেরকে হেয় করা হয়েছে। তার বক্তব্য মানহানিকর।

তাই গত ২২ অক্টোবর ভোলা যুব মহিলা লীগের আহবায়ক খাদিজা আক্তার স্বপ্না বাদী হয়ে ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেন। আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. ছানাউল হক মামলাটি জুডিসিয়াল তদন্তে দেয়। তদন্ত রিপোর্ট প্রদানের পর বুধবার দুপুরে বিচারক ব্যারিষ্টার মইনুল হোসেনকে আগামী ১৮ নভেম্বর ভোলার আদালতে স্ব শরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

/পি.এস

ভোলা,ব্যারিস্টার মঈনুল,আইনজীবী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close