• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

২৮ বছর পর ডাকসু নির্বাচনের উদ্যোগ, ভোটার তালিকা প্রকাশ বুধবার

প্রকাশ:  ৩০ অক্টোবর ২০১৮, ২২:৩০
ঢাবি প্রতিনিধি

দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। উচ্চ আদালতের নির্দেশনার পর আগামী বছরের মার্চে ডাকসু নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।এরই অংশ হিসেবে ‍প্রথম পদক্ষেপেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। আগামী বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে।

ভিসি অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এদিন আনুষ্ঠানিকভাবে এই তালিকা উদ্বোধন করবেন ঢাবি ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান । বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডাকসু নির্বাচন সামনে রেখে গত তিন মাস যাবৎ হলগুলোতে শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করে কর্তৃপক্ষ। যাচাই বাছাই শেষে বুধবার আনুষ্ঠানিকভাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীরা ducsu.du.ac.bd ওয়েবসাইট ভিজিট করে এই তালিকা দেখতে পারবে। খসড়া ভোটার তালিকার সংশোধনী (সংযোজন, বিয়োজন বা পরিমার্জন)-এর জন্য আগামী ৩০শে নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষ অফিসে লিখিতভাবে জানাতে হবে। খসড়া ভোটার তালিকার হার্ড কপি হল অফিসে সংরক্ষিত থাকবে।।

এনই

ঢাকা বিশ্ববিদ্যালয়,ডাকসু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close