• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শেরপুরে মঈনুলের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা

প্রকাশ:  ২৯ অক্টোবর ২০১৮, ১০:২১ | আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১০:২৮
শেরপুর প্রতিনিধি

সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় এবার শেরপুরের আদালতে ফের ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।

রোববার জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী বাদী হয়ে মামলাটি করেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ মামলাটি আমলে নিয়ে আগামী ২০ নভেম্বর বিবাদী ব্যারিস্টার মঈনুল হোসেনকে আদালতে স্ব-শরীরে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।

আদালতে বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার। তাকে সহায়তা করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল মানসুর স্বপন, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানীসহ বেশ কয়েকজন আইনজীবী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৬ অক্টোবর রাতে ৭১ টেলিভিশনের টকশোতে ব্যারিস্টার মঈনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সমগ্র নারী জাতি অপমানিত হয়েছে এবং নারীদের মানহানিসহ চরিত্রহননের অপচেষ্টা করা হয়েছে। তাই ব্যারিস্টার মঈনুল হোসেনের বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে আদালতে ওই মানহানি মামলা দায়ের করেছেন বাদী যুব মহিলা লীগ নেত্রী ফারহানা পারভীন মুন্নী।

ওএফ

মামলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close