• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রোহিঙ্গাদের সহায়তায় আরও ১৫ মিলিয়ন ইউরো দেবে ইইউ

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০১৮, ১৬:৩৯
নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের সহায়তায় আরও ১৫ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোহিঙ্গাদের সহযোগিতার প্রতিশ্রুতি হিসেবে এই অর্থ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২৩ অক্টোবর) ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ওই বার্তায় জানানো হয়, রোহিঙ্গা শরণার্থীদের জন্য ইউরোপীয় ইউনিয়ন রাজনৈতিক, উন্নয়ন ও মানবিক সহায়তা দিয়ে আসছে। রোহিঙ্গাদের জন্য এ পর‌্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ৬৫ মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে। প্রতিশ্রুতির অংশ হিসেবে আরো ১৫ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিচ্ছে সংস্থাটি।

ইউরোপীয় ইউনিয়নের এ আর্থিক সহায়তা কক্সবাজারে রোহিঙ্গাদরে কম্যুনিটির উন্নয়ন, নারী সমতা, ঝুঁকি মোকাবিলা, সামাজিক উন্নয়ন খাতে ব্যয়ে প্রাধান্য দেওয়া হবে।

প্রসঙ্গত, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই ইউরোপীয় ইউনিয়ন তাদের সহায়তা দিয়ে আসছে।

/রবিউল

রোহিঙ্গা,ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close