• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

একেই বলে বাঘা আইড়, ওজন ১৮০ কেজি

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০১৮, ১৬:১৪
সিলেট প্রতিনিধি

সিলেটের লালবাজারে বিক্রির জন্য আনা ১৮০ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। দূর দূরান্ত থেকে লোকজন ভিড় করে মাছটি দেখতে ভিড় করছেন। কুশিয়ারা নদীতে ধরা পড়া এই বিশাল আকৃতির মাছটি দাম চাওয়া হওয়া হচ্ছে তিন লাখ টাকা।

লালবাজারের মাছের পাইকার মোঃ আনোয়ার জানান, কুশিয়ার নদীতে মঙ্গলবার ভোরে বাঘা আইড়টি জেলেদের জালে আটকা পরে। জেলেরা মাছটি বিক্রির জন্য নিয়ে যান কাজীরবাজারে। পরে কাজীরবাজার থেকে তিনি মাছটি ১ লাখ ৩২ হাজার টাকা দিয়ে কিনে আনেন লালবাজারে।

সম্পর্কিত খবর

    তিনি আরও জানালেন, মাছটির দাম এরই মধ্যে একজন ১ লাখ ৮০ হাজার টাকা বলে গেছেন। তিনি আড়াই লাখের নিচে ছাড়বেন না। সন্ধ্যার মধ্যে মাছটি বিক্রি না হলে বাঘা আইড়টি কেটে কেজি দরে বিক্রি করবেন তিনি।

    লালবাজারের মাছ ব্যবসায়ীরা জানান, এত বড় বাঘা আইড় এই বাজারে আগে ওঠেনি। মাস দুয়েক ৯০ কেজি ওজনের একটি মাছ ওঠেছিল। মইনুদ্দি বেপারি নামের এক পাইকার ওই মাছটি ৮৫ হাজার টাকায় কিনে এনে বিক্রি করেন ১ লাখ ৩০ হাজার টাকায়।

    এনই

    বাঘা আইড়
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close