• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

শেখ হা‌সিনার বাংলা‌দেশ এখন অার গরিব না: বেনজীর আহমেদ

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০১৮, ১৫:২০
শরীয়তপুর প্রতিনিধি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজীর আহমেদ বলে‌ছেন, পদ্মা নদী আপনাদের যা কিছু ধ্বংস ক‌রে‌ছে তার থে‌কে বে‌শি কিছু অর্জন কর‌বেন। শেখ হা‌সিনার বাংলা‌দেশ এখন অার গরিব না।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দি‌কে নড়িয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে ভাঙন কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠা‌নে তি‌নি এসব কথা ব‌লেন।

র‌্যাব ডিজি বলেন, অাগা‌মী ১'শ বছ‌রে বাংলা‌দেশ কেমন হ‌বে তা নি‌য়ে চিন্তা ভাবনা ক‌রা র‌য়ে‌ছে সরকারের। তার নাম হ‌চ্ছে ডেলটা প্লান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী ২০২৪ সাালের মধ্যেই বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হবে। তাই অাপনারা এই সরকা‌রের পা‌শে থে‌কে তা‌কে সহ‌যো‌গিতা করুন।

পদ্মার ভাঙন কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠা‌নের অা‌গে ভাঙন কবলিত ক্ষতিগ্রস্থ্ এলাকা পরিদর্শন ও তাদের খোজ খবর নেন।

অনুষ্ঠা‌নে অারও বক্তব্য রা‌খেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। ত্রাণ বিতরণকা‌লে এডিশনাল ডিআইজি আতিকা ইসলাম এর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল নজরুল ইসলাম, র‌্যাব কমান্ডার মুফতি মাহমুদ খান, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা ইয়াসমিন, পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী প্রমুখ।

এ সময় ৪০ পরিবারকে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় টিন এবং ২'শত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদসহ অনন্যরা।

/পি.এস

শরীয়তপুর,বেনজীর আহমেদ,শেখ হা‌সিনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close