• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নারী সাংবাদিকদের প্রতি প্রধানমন্ত্রীর প্রতিবাদের আহ্বান

প্রকাশ:  ২২ অক্টোবর ২০১৮, ১৭:০৪ | আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৭:০৮
নিজস্ব প্রতিবেদক

নারী সাংবাদিককে কটূক্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি নারী সাংবাদিকদের বলতে চাই, আপনারা নারীরা কি করেন? আপনারা প্রতিবাদ করেন। আইনশৃঙ্খলা বাহিনী যা করার করবে।

সোমবার (২২) অক্টোবর বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সৌদি আরব সফর নিয়েই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, তাকে হাইকোর্ট ৫ মাসের জামিন দিয়েছে। সেখানে আমার তো কিছু করার নেই।

তিনি বলেন, আপনারা তাকে প্রশ্ন করেন তিনি কিভাবে একজন নারী সাংবাদিকের বিরুদ্ধে এত জঘন্য কথা বলেন।

এর আগে মঙ্গলবার (১৬ অক্টোবর) সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে সৌদি সফরে যান শেখ হাসিনা।

এ সফরে শেখ হাসিনা সৌদি বাদশাহর সালমান, সৌদি যুবরাজ ও উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠক করেন।

এছাড়া তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ চ্যান্সেরি ভবনের উদ্বোধন করেন। এর পর ওমরাহ হজ্ব পালন শেষে শুক্রবার (১৯ অক্টোবর) মধ্য রাতে তিনি দেশে ফেরেন।

/এসএম

প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close