• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

সিলেটে সমাবেশ করতে না দেয়ায় হাইকোর্টে ঐক্যফ্রন্টের রিট

প্রকাশ:  ২১ অক্টোবর ২০১৮, ১৬:৪২
সিলেট প্রতিনিধি
ফাইল ছবি

নবগঠিত সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টকে সিলেটে সমাবেশের অনুমতি না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (২১ অক্টোবর) সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলায় জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক আলী আহমেদ এই রিট দায়ের করেন।

সম্পর্কিত খবর

    রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, পুলিশের আইজি, সিলেটের পুলিশ কমিশনারসহ সহ ৫ জনকে বিবাদী করা হয়েছে।

    এ বিষয়ে গণফোরাম নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী জগলুল হায়দার আফ্রিক জানান, ২৩ অক্টোবর সমাবেশ করতে সিলেট পুলিশ কমিশনারের অনুমতি চাইলে তা নাকচ করা হয়। পরে ২৪ তারিখের জন্য চাওয়া হয়, সেটাও মৌখিকভাবে নাকচ করেছে। তাই রোববার আদালতের অনুমতি নিয়ে নেয়ার পর রিটের বাদী হয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ।

    ‘রিট আবেদনে সমাবেশের অনুমতি না দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবেন না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। এছাড়াও সমাবেশ করতে দেওয়ার আবেদনও করা হয়েছে।’

    বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর আগামীকাল সোমবার (২২ অক্টোবর) শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী জগলুল হায়দার আফ্রিক। ড. কামাল হোসেন রিট আবেদনের শুনানিতে অংশ নেবেন বলেও তিনি জানান।

    -একে

    জাতীয় ঐক্যফ্রন্ট
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close