• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খোলার আগেই ফের বন্ধ আখাউড়া স্থলবন্দর

প্রকাশ:  ২১ অক্টোবর ২০১৮, ১০:২৭
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দূর্গাপূজার ছয় দিন বন্ধ থাকার পর খোলার আগেই ফের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার সকাল থেকে এ বন্দর দিয়ে ভারতের আগরতলায় পণ্য নেওয়ার কথা ছিল।

কিন্তু ২১ অক্টোবর (রোববার) থেকে ২৫ অক্টোবর পর্যন্ত পণ্য নিতে অনীহা প্রকাশ করেছেন আগরতলা বন্দরের ব্যবসায়ীরা। এতে করে আখাউড়া স্থলবন্দরে কয়েকটি পণ্য বোঝাই ট্রাক আটকে গেছে। ট্রাকগুলো রোববার সকালে আগরতলায় যেতে পণ্য নিয়ে এসেছিল।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, আগরতলার ব্যবসায়ীরা জানিয়েছেন, ২৫ অক্টোবর পর্যন্ত আমাদের কাছ থেকে কোনো পণ্য নেবেন না। কারণ হিসেবে তারা বলছেন, ওই পাড়ে আগরতলা স্থলবন্দর আমদানি-রফতানিকারক সংগঠনের নতুন কমিটি গঠন ও কালীপূজা উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখবেন। তবে ২৬ অক্টোবর থেকে যথারীতি কার্যক্রম চালু হবে।

এ সময় আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

ওএফ

আমদানি,রফাতনি,আখাউড়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close