• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

দেহরক্ষীর গুলিতে আফগানিস্তানে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নিহত

প্রকাশ:  ১৯ অক্টোবর ২০১৮, ১৩:২৩
আন্তর্জাতিক ডেস্ক

দেহরক্ষীর গুলিতে আফগানিস্তানের কান্দাহারে গভর্নরের কম্পাউন্ডে পুলিশপ্রধান জেনারেল আবদুল রাজিক নিহত হয়েছেন।

গভর্নরের কম্পাউন্ডে একটি বৈঠকে বসেন তিনি। বৈঠক শেষে এ ঘটনা ঘটে। অন্যদিকে বৈঠকে যোগ দেয়া শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল স্কট মিলার হামলা থেকে প্রাণে বেঁচে যান।

সম্পর্কিত খবর

    গুলিতে আবদুল রাজিকসহ গোয়েন্দা সংস্থা এনডিএর একজন স্থানীয় কমান্ডারও নিহত হন। গুরুতর আহত হন প্রাদেশিক গভর্নর জালমে ওয়েসা।

    শনিবারের পার্লামেন্টের নির্বাচন সামনে রেখে আফগান সরকারের জন্য এটাকে সবচেয়ে বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।

    এই হামলার দায় স্বীকার করে তালেবানরা জানায়, মার্কিন কমান্ডার স্কট মিলার ও রাজিকই হামলার লক্ষ্য ছিল। জেনারেল রাজিক জঙ্গিদের ঘোরবিরোধী হিসেবে সুপরিচিত ছিলেন।

    উল্লেখ্য, শনিবারই আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচন। এইম মুহূর্তে জেনারেল রাজিকের মৃত্যু সরকারের জন্য হুমকি স্বরূপ। ইতিমধ্যে তালেবান জঙ্গিরাওঁ নির্বাচন বানচালের হুমকি দিয়েছে।

    -এসএমএ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close