• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জালালের মতো মানুষকে অকালে চলে যেতে হয়!

প্রকাশ:  ১৮ অক্টোবর ২০১৮, ১৩:১০
পীর হাবিবুর রহমান

ভাই হারানোর মতো গভীর শোক ও বেদনার সাথে জানাচ্ছি যে, সুনামগঞ্জ শহরের প্রিয় মুখ, সন্তান, আমাদের স্বজন, ভাই, বন্ধু মইনুদ্দিন আহমেদ জালাল আর নেই। আসামে সফরকালে তিনি আজ মারা যান অসুস্হ হয়ে। এই মৃত্যু আমাদের জন্য গভীর ক্রন্দন ও হাহাকারের।

সুনামগঞ্জের জালালাবাদের জালাল বললেই তাকে সবাই চিনতেন। আজীবন ছাত্র ইউনিয়ন থেকে যুব ইউনিয়নের নেতৃত্বে থেকে সকল প্রগগতিশীল আন্দোলন সংগ্রাম ও কর্মকান্ডেই নন, মানুষের সেবায় নিজেকে নিবেদিত করেছিলেন।

সম্পর্কিত খবর

    সবার বিপদে আপদে ছুটে বেড়ানো ছিলো তার স্বভাবজাত। বন্ধুবৎসল বিনয়ী ভদ্র কিন্তু অমিত সাহসী আমাদের জালাল ভাই আর আমরা পায়ে পায়ে জল জোছনার শহরে বেড়ে ওঠেছি। সিলেটে বাস করলেও তার সাথে সম্পর্ক ছিলো অবিচ্ছেদ্য। এই শোক সইবার মতো নয়। এই মৃত্যু শোক বইবার মতো নয়। আল্লাহ তার গোনাহ মাফ করে জান্নাতবাসি করুন। এক ঈদে শহরে তার জালালাবাদের বাসায় ছবিটি তুললেও আগে জগলু ভাই গেলেন হঠাৎ করে, এবার জালাল ভাই চলেই গেলেন।

    (ফেসবুক থেকে সংগৃহীত)

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close