• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||

ঢাবির প্রশ্নফাঁস: ৬ আসামির জামিন নাকচ

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০১৮, ১৮:০৮
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৬ আসামির রিমান্ড শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৭অক্টোবর) ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী আসামিদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সম্পর্কিত খবর

    কারাগারে যাওয়া আসামিরা হলেন—জাহিদুল ইসলাম (৪৫ ), ইনসান আলী রকি (১৯), মোস্তাকিম হোসেন (২০), সাদমান সালিদ (২১), তানভির আহমেদ (২১) ও আবু তালেব (১৯)

    দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আব্দুর রউফ বাহাদুর। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন।

    উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

    গত ১৪ অক্টোবর আসামিদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

    প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় সিআইডি পুলিশের (উপ-পরিদর্শক) রঞ্জন বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরপর ঢাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুল আহসান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২২ (২), ৩৩(২) ধারাসহ পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এর ১৩/৪ ধারায় মামলা দায়ের করেন।

    /এসএফ

    ঢাবির প্রশ্নফাঁস
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close