• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জঙ্গি আস্তানা পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করছে পুলিশ

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০১৮, ১১:৫৩
নিজস্ব প্রতিনিধি

নরসিংদীর মাধবদী পৌরসভার ছোট গদাইরচর গাঙপাড় এলাকার ‘নিলুফা ভিলা’য় জঙ্গিদের পর্যবেক্ষণ করার জন্য ড্রোন ব্যবহার করছে পুলিশ।

বুধবার (১৭ অক্টোবর) সকালে পুলিশ ঘিরে রেখে বাড়িটিতে বাইরে থেকে ড্রোন উড়িয়ে বাড়িসহ আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করতে শুরু করেছে।

এর আগে সোমবার (১৫ অক্টোবর) রাত থেকে জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদীতে ‌‘নিলুফা ভিলা’ নামের সাত তলা বাড়িটি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

এদিকে ওই এলাকায় ১৪৪ ধারা জারির পর থেকে পুরো এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মহল্লার কেউ যেন বাড়ির বাইরে বের না হন এবং বাড়ির দরজা জানালা বন্ধ করে রাখেন সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকসহ কেউ যেন কোনও বাড়ির ছাদে না উঠেন সে ব্যাপারে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি এই এলাকার দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরণের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া মঙ্গলবার (১৬ অক্টোবর) নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর ভগিরথপুর এলাকার একটি পাঁচতলা বাড়ির জঙ্গি আস্তানায় অপারেশন ‘গর্ডিয়ান নট’শেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই অভিযানে এক নারী ও এক পুরুষ জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়।

/রবিউল

নিলুফা ভিলা,জঙ্গি,জঙ্গি আস্তানা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close