• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

এএফসি অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল বাছাই পর্ব

১৯ অক্টোবর ঢাকা ছাড়ছে বাংলাদেশ নারী ফুটবল দল

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০১৮, ০৯:১৭
স্পোর্টস ডেস্ক

সারাবিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার নতুন মিশনে নামতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের। এএফসি অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের বাছাই পর্বে মাঠে নামার পালা। তাজিকিস্তানে হতে যাওয়া যে আসরে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

অনূর্ধ্ব-১৯ এই আসরে বাংলাদেশ খেলবে ‘ডি’ গ্রুপে। এ গ্রুপে আরও রয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও তাজিকিস্তান। এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের এই বাছাই আসরে অংশ নিতে ১৯ অক্টোবর ঢাকা ছাড়বে বাংলাদেশের মেয়েরা। ২৪ অক্টোবর প্রথম ম্যাচেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়াই বাংলাদেশের। ২৬ অক্টোবর চাইনিজ তাইপে ও ২৮ অক্টোবর স্বাগতিক তাজিকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সম্পর্কিত খবর

    এ প্রসঙ্গে বাংলাদেশ দলের কোচ বলেন, দক্ষিণ কোরিয়া অনেক শক্তিশালী দল। দক্ষিণ কোরিয়াকে বাদ দিয়ে আমরা তাইনিজ তাইপে ও তাজিকিস্তানের বিপক্ষে জয়ের জন্য প্রস্তুত হচ্ছি।

    বাছাইপর্ব থেকে রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলগুলো খেলবে দ্বিতীয় পর্বে। এ কারণে বাংলাদেশ দলকে দ্বিতীয় রাউন্ডে ওঠা বেশ কঠিনই হয়ে যাবে। তবে বাংলাদেশ দলের কোচ রানার্সআপ হয়ে হলেও দ্বিতীয় রাউন্ড খেলার ব্যাপারে আশাবাদী।

    /রবিউল

    বাংলাদেশ নারী ফুটবল দল,এএফসি অনূর্ধ্ব-১৯
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close