• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘দেশে জঙ্গি-সন্ত্রাস এবং সাম্প্রদায়িক উস্কানি দাতাদের স্থান নেই’

প্রকাশ:  ১৬ অক্টোবর ২০১৮, ২০:৪৭
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে জঙ্গি-সন্ত্রাস এবং সাম্প্রদায়িক উস্কানি দাতাদের স্থান নেই। র‌্যাব, পুলিশসহ আমরা সবাই আপনাদের পাশে আছি।

তিনি বলেন, কেউ যদি অন্য সূরে কিংবা অন্য চোখে দেখে, তা হলে এর ব্যবস্থা নেওয়া হবে। আপনারা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করুন।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার ঢাকেশ্বরী পূজা মণ্ডপে ‘শারদীয় শুভেচ্ছা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, যেখানে জঙ্গী বা সন্ত্রাস, আমাদের নিরাপত্তা বাহিনী সেখানেই অবস্থান নিয়ে তাদের গুঁড়িয়ে দিচ্ছে।

তিনি বলেন, নরসিংদীতে দু’টি জঙ্গির অবস্থানের খবর পাওয়া গেছে। এর মধ্যে একটির শেষ হয়েছে। আরেকটি কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে।

মন্ত্রী বলেন, ঢাকার পূজা মণ্ডপগুলোতে দেখছি মানুষের ঢল নেমেছে। মানুষের উৎসাহের কোনো কমতি নেই। মণ্ডপগুলো সুন্দর সাজে সেজেছে। সব জায়গায় শান্তিপূর্ণভাবে পূজা চলছে।

মানুষের স্বচ্ছতা বাড়ছে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, প্রতিবছর দেশের পূজা মণ্ডপ বাড়ছে। এ বছর সারাদেশে ৩১ হাজার ২৭২টি মণ্ডপ হয়েছে। এর মধ্যে শুধু ঢাকায় ২৩৪টি মণ্ডপ। যা গত বছরের চেয়ে এক হাজার বেশি।

তিনি আরও বলেন, ঢাকেশ্বরী পূজা মণ্ডপে বেশ সমস্যা রয়েছে। প্রধানমন্ত্রীকে আপনারা বলেছেন, এই সমস্যা আর থাকেব না। আশা করছি, সব সমস্যার সমাধান হয়ে যাবে শিগগির।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত এ সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিষয়ক সচিব মোস্তাফা কামাল উদ্দিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃনাল কান্তি দত্ত, ঢাকা মহানগর পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদার প্রমুখ।

/এসএম

স্বরাষ্ট্রমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close