• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘জনগণ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে’

প্রকাশ:  ১৫ অক্টোবর ২০১৮, ১৮:০১
নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো চেয়ারম্যান ও সংসদে প্রধান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, জনগণ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। আমরা যদি তাদের প্রত্যাশা পূরণ করতে না পারি, তাহলে কীভাবে হবে? জাতীয় পার্টিকে আবার উঠে দাঁড়াতে হবে।

সোমবার (১৫ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির মহানগর উত্তরের যৌথ সভায় এসব কথা বলেন তিনি । এ সময় ২০ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির সমাবেশ নিয়ে সভায় আলোচনা করেন তারা।

রওশন বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রেসিডেন্ট থাকার সময় দেশের কী উন্নয়ন হয়েছে, মানুষের সেগুলো মনে আছে। ২৭ বছর ধরে ক্ষমতায় না থাকলেও জনগণ সে কথা ভুলে যায়নি।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে জাতীয় পার্টি এককভাবে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা দিয়েছেন এরশাদ।

২০ অক্টোবরের সমাবেশের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যার যা কিছু আছে, তা নিয়ে মহাসমাবেশে আসতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যানকে উৎসাহিত করতে হবে, তাকে উদ্যম দিতে হবে। আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে।

জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশকে ৪-৫টি অঞ্চলে ভাগ করে শিল্পায়ন করার প্রতিশ্রুতি দেন রওশন। হাই কোর্টের বেঞ্চগুলোকে বিভাগীয় পর্যায়ে নেওয়ার অঙ্গীকারও করেন তিনি।

জাতীয় পার্টির মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, শফিকুল ইসলাম সেন্টু, পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, কারি হাবিবুল্লাহ বেলালী, বিরোধীদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম ওমর, ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম মিলন, নুরুল ইসলাম নুরু, আমানত হোসেন আমানত, শফিকুল ইসলাম শফিক, জসিম উদ্দিন ভূইয়া, নাসির উদ্দিন, মোস্তফা আল মাহমুদ, কাজী আবুল খায়ের, আবদুস সাত্তার, জাহাঙ্গীর আলম পাঠান, মামুনুর রহমান প্রমুখ।

/এসএফ

জাতীয় পার্টির (জাপা),রওশন এরশাদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close