• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

গণতন্ত্র উদ্ধারে আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি: ফখরুল

প্রকাশ:  ১৩ অক্টোবর ২০১৮, ২১:০০
নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে জাতি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে সেই জাতি আজ গণতন্ত্রের জন্য হাহাকার করছে। আমরা আজ থেকে একটি স্বপ্ন দেখতে শুরু করেছি।

শনিবার সন্ধ্যায় (১৩ অক্টোবর ২০১৮) জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এই লড়াইয়ের মাধ্যমে আমরা জাতিকে মুক্ত করবোই ইনশাল্লাহ। আমাদের লড়াইটা জাতিকে মুক্তি দেওয়ার জন্য।

তিনি আরও বলেন, এর আগে আমরা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে দলটি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে সেই দলটির হাতেই গণতন্ত্র বারবার হত্যা হয়েছে।

এদিনের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন, ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা:জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু, কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

/রবিউল

বিএনপি,মির্জা ফখরুল ইসলাম আলমগীর,জাতীয় ঐক্যফ্রন্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close