• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

চট্টগ্রামে র‌্যাবের ওপর গুলিবর্ষণ, পাল্টা গুলিতে নিহত ১

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৮, ০১:৩৭
চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামর মুরাদপুর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের ওপর গুলিবর্ষণ হয়েছে। এসময় র‌্যাবের পাল্টা গুলিতে এক যুবক নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন চার র‌্যাব সদস্য।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে মুরাদপুর এক নম্বর রেল গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম অসীম রায় বাবু (২৮)। সে মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব।

আহত র‌্যাব সদস্যরা হলেন- স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম, মেজর মেহেদী হাসান, লেন্স কর্পোরাল আরিফ ও লেন্স কর্পোরাল শহীদ।

র‌্যাব জানায়, মুরাদপুর এক নম্বর রেল গেট এলাকায় টহলরত র‌্যাব সদস্যরা একটি গাড়িকে থামানোর সংকেত দেন। কিন্তু ওই সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়েন।

এতে একজনের মৃত্যু হয়। আর আহত হন চার র‌্যাব সদস্য। তাদের চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

-একে

র‌্যাব,গোলাগুলি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close