• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইউএনও অফিসে সহকারী কমিশনার পদ সৃষ্টির সুপারিশ

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৮, ২০:০১
নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দেশের সব উপজেলায় একটি করে সহকারী কমিশনার পদ সৃজনের সুপারিশ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়গুলোর বর্তমান কাজের চাপ বিবেচনায় নিয়ে এ সুপারিশ করেছে তারা।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকের এ সুপারিশ করা হয়।

বৈঠকে বলা হয়, বর্তমানে উপজেলা নির্বাহী অফিসের সব কাজ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) করতে হয়। যা তার জন্য বাড়তি চাপ সৃষ্টি করে। এজন্য তার অধীনস্থ একজন সহকারী কমিশনার নিয়োগের প্রয়োজনীয়তা অনুভব করে এ সুপারিশ করা হয়েছে।

এদিনের বৈঠকে জেলা প্রশাসনে শূন্যপদ পূরণ ও জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক (প্রবাসীকল্যাণ) পদ সৃজনের জন্যও সুপারিশ করে কমিটি। এছাড়া প্রতিটি জেলাপর্যায়ে মানবসম্পদ উন্নয়ন ও আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং ঢাকায় একটি নতুন সার্কিট হাউস নির্মাণের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে তারা।

এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আব্দুল্লাহ, মুস্তফা লুৎফুল্লাহ, খোরশেদ আরা হক এবং জয়া সেন গুপ্তা।

/রবিউল

জনপ্রশাসন মন্ত্রণালয়,সংসদীয় স্থায়ী কমিটি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close