• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‌‘অন্য পরিকল্পনাকারীদের মতো তারেকের ফাঁসি হওয়া উচিত ছিল’

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৮, ১৫:৫৯
নিজস্ব প্রতিবেদক

অন্য পরিকল্পনাকারীদের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সর্বোচ্চ সাজা ফাঁসি হওয়া উচিত ছিল বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো নিজে খুন করেননি, কিন্তু খুন করিয়েছেন বলে তাকেও মৃত্যুদণ্ড পেতে হয়েছে। তাই আমারও মনে হয়, তারেকের অন্যান্যদের মতো ফাঁসি হওয়া উচিত ছিল।

তিনি বলেন, এ মামলায় তারেক রহমানকে যদি নাটের গুরু বলা হয়ে থাকে, তবে সেটা রায় পর্যালোচনা করে দেখব। রায় পড়ে যদি দেখি তারও মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল, তবে তার দণ্ড বাড়াতে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করব।

মৃত্যুদণ্ডের ক্ষেত্রে অনেক দেশই দণ্ডিতকে পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় উল্লেখ করে মাহবুবে আলম আরও বলেন, আন্তর্জাতিক আইন অপরাধীকে আশ্রয় দেওয়া সমর্থন করে না। তাই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে কষ্ট হবে না।

/অ-ভি

অ্যাটর্নি জেনারেল,মাহবুবে আলম,বিএনপি,তারেক রহমান,সাজা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close