• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর নজরদারি

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৮, ০৪:৪০ | আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ০৪:৪৩
নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে রাজধানীসহ সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে কঠোর নজরদারির আওতায় রাখা হয়েছে। ফেসবুব বা অন্য মাধ্যমে কেউ উসকানি বা গুজব রটনার মাধ্যমে অপ্রীতিকর পরিস্থতি সৃষ্টি করতে না পারে, এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখেছে মহানগর গোয়েন্দা পুলিশে সাইবার ক্রাইম ইউনিট।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ও সাইবার সিকিউরিটি ইউনিটের উপ-কমিশনার আলীমুজ্জামান জানান, গত দুদিন ধরেসামজিক যোগাযোগ মাধ্যমে আমাদের মনিটরিং চলছে। যদি আমরা কোথাও কোন কিছু পায়, সেক্ষেত্রে ব্যবস্থা নেব। পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আমাদের কড়া নজরদারি থাকছে।

সম্পর্কিত খবর

    মামলার রায়কে ঘিরে কোন নিরাপত্তা হুমকি নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।তিনি বলেন, এটি মহামান্য আদালতের স্বাভাবিক কার্যক্রমের একটি অংশ। আমাদের নজরদারি রয়েছে, আমরা সতর্ক রয়েছি, আমরা প্রস্তুত আছি, যাতে কোনো স্বার্থান্বেষী মহল জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার কোন অপচেষ্টা করতে না পারে। রায়কে ঘিরে কোনো ধরণের নৈরাজ্য বরদাস্ত করা হবে না।’

    ২০০ ৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার তারিখ আজ বুধবার। দীর্ঘ ১৪ বছর পর এ রায় হতে যাচ্ছে। মামলার মোট ৪৯ আসামীর মধ্যে ১৮ জন এখনও পলাতক।

    এনই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close